বাংলাদেশ নির্বাচন কমিশন- নতুন ভোটার হালনাগাত শুরু ২৩ এপ্রিল ২০১৯ থেকে

বাংলাদেশ নির্বাচন কমিশন

নতুন ভোটার হালনাগাত 

⥁ সামনে আসছে তরুনদের জন্য নতুন করে নতুন ভোটা হবার সুযোগ। একজন দেশের নাগরিক একটা দেশের সম্পদ আর একজন নাগারিকের ও দায়িত্ব সে দেশের ভোটে অধিকার লাভ করা। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন আগামী ২৩ এপ্রিল থেকে নতুন ভোটার হালনাগাত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের রোহিঙ্গাদের উপর করা নজরদারিঃ
বাংলাদেশে নতুন ভোটার হালনাগাত এর সাথে সাথে বাংলাদেশ নির্বাচন কমিশন মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের উপরও করা নজরদারী রাখার নিদের্শ দিয়েছেন। করাণ,  নতুন ভোটার হালনাগাদ এর সাথে সাথে যেন তারাও কোন প্রকারেই ভোটার তালিকায় অংশগ্রহণ না করতে পারে।

২৩ এপ্রিল হতে (প্রথম পর্যায়ে) শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯।

[ যাদের জন্ম ০১-০১-২০০৪ এর পূর্বে অর্থাৎ যাদের বয়স ১৫ পূর্ণ হয়েছে বা এর আগে হালনাগাদ করার সময় করতে পারেননি (কখনো করেননি) বা এ পর্যন্ত কোথাও ভোটার হয় নাই তারা সকলে এই নিবন্ধনের আওতাভুক্ত হবেন ] এবং একই সাথে ভোটার এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তরের কার্যক্রমটিও চলবে..........

❤ নতুন ভোটার হতে যা যা লাগবে :>
  1. জন্মনিবন্ধন/ চেয়ারম্যান বা মেয়র নাগরিকত্বের সনদ/ পাসপোর্ট/ এসএসসি সনদের ফটোকপি।
  2. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  3. স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  4. মোবাইল নম্বর
❤  ভোটার স্থানান্তর করতে যা যা লাগবে :>
  1. চেয়ারম্যান বা মেয়রর নাগরিকত্বের সনদের ফটোকপি।
  2. বাড়ীর বিদ্যুৎ বিল/ চৌকিদারি টেক্স বা খাজনার রশিদ/ জমির দলিলের ফটোকপি।
  3. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (যার স্থানান্তার করবেন)
বিঃদ্রঃ তথ্য সংগ্রহকারীর কাছে নির্ভুল ও সঠিক তথ্য প্রদান করে জাতীয় পরিচয়পত্রের হানাগাদ এর কাজ সম্পন্ন করবেন। কেননা, একটি ভুলের জন্য পরবর্তি কোন এক সময় আপনার সেই ভুলের মাশুল গুনতে হবে চরম আকারে।
তাই সকলেই ধৈর্য সহকারে ভোটার হালনাগাদের কাজ সম্পন্ন করার অনুরোধ রইল।

বিস্তারিত আরো তথ্যের জন্য ভিজিট করতে পারেন নির্বাচন কমিশনের সাইট...
লিংকঃ http://www.ecs.gov.bd/

“জনস্বার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন”

No comments

Powered by Blogger.