বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তী - মে, ২০১৯।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে
নিয়োগ বিজ্ঞপ্তী - মে, ২০১৯।
বাংলাদেশ ট্রেইনি রিক্রুন্ট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ৬,৮০০/- জন পুরু এবং ২,৮৮০ জন নারী সর্বমোট ৯,৬৮০ জন প্রার্থীকে বাছাই করা হবে।আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষাসহ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তীতে বর্ণীত তারিখ ও সময়ে তাদের নিজ জেলাস্থ পুলিশ লাইনস্- এ (যে জেলার স্থায়ী বাসিন্দ) প্রয়োজনীয় কাগজপত্রাদী সহ উপস্থিত থাকার জন্য আহব্বান করা  যাচ্ছে।

১। বয়সঃ সাধারণ বা অন্যান্য কোটা প্রার্থীদের ক্ষেত্রে ০১ জুন ২০১৯ তারিখে বয়স ১৮ হতে ২০ বৎসর 
( জন্ম তারিখ সর্বনিম্ন ০২ জুন ২০০১ হতে সর্বচ্চো ০২ জুন ১৯৯৯ পর্যন্ত) হতে হবে।
২। শিক্ষগতা যোগ্যতাঃ এস এস সি বা সমমানের পরীক্ষা য় উর্ত্তীণ হতে হবে ( কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)।
৩। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নহে)।
৪। শারীরিক মাপঃ 
    (ক) সাধারণ ও অন্যান্য কোটা (পুরুষঃ) উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১                ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।
    (খ) মুক্তিযোদ্ধা (পুরুষঃ) উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ শর্ত প্রযোজ্য নয়
   (গ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা (পুরুষঃ) উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১                          ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি।
    (ঘ) নারী কোটা সকলঃ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।
    (ঙ) ওজনঃ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে (বডি ম্যাস ইনডেক্স অনুযায়ী)।

আরো বিস্তারিত পড়ুন নিচের ছবিতেঃ- 


বিঃদ্রঃ আগ্রহী প্রার্থীদের সকলের দৃষ্টি আকর্ষন করে বলছি, আপনারা অবশ্যই ভালো করে সার্কুলার পড়ে নিবেন। কী কী কাগজ পত্রের কথা বলা হয়েছে এবং কোথায় কত তারিখ কতটা সময় উপস্থিত হতে বলেছে সকল বিস্থারিত জানার জন্য।
৥ আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন বাংলাদেশ পুলিশের অনলাইন সাইট.....
লিংকঃ https://www.police.gov.bd/

No comments

Powered by Blogger.