পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন । এস কে কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর ঈদ ছুটির নোটিশ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কতৃক সার্টিফিকেট প্রদানকৃত।
এস কম্পিউটার এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট
মারুয়াদী চৌরাস্তা বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
মারুয়াদী চৌরাস্তা বাজার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন
সকলকে অগ্রীম ঈদের শুভেচ্ছা
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের “জানুয়ারী-জুন/১৯ এবং এপ্রিল-জুন/১৯” (৬ মাস ও ৩ মাস মেয়াদী) সেশনের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ০৫ জুন ২০১৯ইং রোজ বুধবার হতে ০৯ জুন ২০১৯ইং তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল পাঠদান (ক্লাশ) ও কার্যক্রম বন্ধ থাকিবে এবং যথারীতি আগামী ১০ জুন হতে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালু হবে।
বিঃদ্রঃ এ বসৎর ঈদ উপলক্ষে ছুটির দিন ৫দিন নির্ধারিত করার কারণ হল ঈদের মাত্র (আনুমানিক) ২২ দিন পরই সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের (জানুয়ারী-জুন/১৯ এবং এপ্রিল-জুন/১৯) সেশনের বোর্ড ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমতবাস্থায় সকল ছাত্র-ছাত্রীদের কে এই ছুটি মানিয়া চলার নির্দেশ দেয়া হল।
আদেশ ক্রর্মে
মোঃ কাউসার আহমেদ
প্রতিষ্ঠাতা পরিচালকঃ এস কে কম্পিউটার এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট
উক্ত সেশনের সকল পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ১৪ই জুন অনুষ্ঠিত হবে।
আমাদের পাবেন অনলাইনেওঃ
⇨ Facebook Page: https://web.facebook.com/skcti.bd/
⇨ Twitter : https://twitter.com/computer_ti
⇨ YouTube: https://www.youtube.com/c/skcomputertech



No comments