জানুয়ারী-জুন এবং এপ্রিল-জুন/১৯ সেশনের নির্বাচনী পরীক্ষা ১৪ ই জুন। The SK Computer Ti Blogg
৬ মাস এবং ৩ মাস মেয়াদী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের নির্বাচনী পরীক্ষা প্রসঙ্গে।
সেশনঃ জানুয়ারী-জুন এবং এপ্রিল-জুন/১৯
অত্র প্রতিষ্ঠানের (সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, জানুয়ারী-জুন/১৯ইং এবং এপ্রিল-জুন/১৯ইং) সেশনের কোর্সে ভর্তিকৃত সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র সেশনের নির্বাচনী (টেষ্ট) পরীক্ষা আগামী ১৪ই জুন ২০২৯ইং রোজ শুক্রবার সকাল ৯:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত সেশনে যাদরে ইতি মধ্যে কোর্স ফি এর সকল বকেয়া পরিশোধ হয়েছে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে সকল ছাত্র/ছাত্রীদের ধন্যবাদ। আর যাদের কোর্স ফি এর বকেয়া এখনও পরিশোধ হয়নি, তাহাদের নির্বাচনী পরীক্ষার আগে সকল বকেয়া পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হল।
এখানে উল্লেখ থাকে যে যদি কেহ কোর্স ফি এর বকেয়া থাকে তাহলে তাকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না।
➪ ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আর্কষন করা যাচ্ছে যে, নির্ধারিত সময়ের ভিতর সবাইকে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় সকল প্রস্তুতি নিয়ে আসতে হবে।
➪ যে সকল ছাত্র-ছাত্রী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করিবে না তাদের কে ১০০ (একশত) টাকা করে জরিমানা দিতে হবে।
➪ নির্বাচনী পরীক্ষার ৭ দিন পর ফলাফল ঘোষনা করা হবে এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে।
⟰ সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ⟰
বিঃদ্রঃ জুলাই-ডিসেম্বর/১৯ (৬ মাস মেয়াদী) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে ভর্তি চলিতেছে।
![]() |
| গেল জুলাই-ডিসেম্বর/১৮ সেশনের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে। |



No comments